
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি এবং প্লাটিনাম জয়ন্তি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রদীপ চাকমা, মাননীয় উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন ১৯৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্কুলের বহু ছাত্রছাত্রী বের হয়েছে, সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করেন। এটি একটি ঐতিয্যবাহী স্কুল। এই স্কুল থেকে অনেক সনামধন্য ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে বাংলাদেশ ও বান্দরবানের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
উক্ত ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে যে সম্প্রীতি, দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে সে চেষ্টা যাতে সকলের মধ্যে থাকে। বান্দরবান একটি সম্প্রীতি জেলা। এখানে যারা উপস্থিত আছেন এবং সকল শ্রেণীর মানুষ বান্দরবানের সম্প্রীতি বজায় রাখতে পারলে আগামী দিনের পর্যটকসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড এগিয়ে যাবে।
পুলিশ সুপার, দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এবং যেকোন অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক থানা পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ করেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।'