
কল্লিগাঁও জামে মসজিদের নবনির্বাচিত সভাপতি হলেন শেখ সিকান্দার সম্পাদক হাজী মমিনুল।
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
মোফাজ্জল হোসেন ঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও জামে মসজিদে ৪ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টা থেকে ৬টা পর্যন্ত কল্লিগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে শ্রীনগর থানার পুলিশের কঠোর নিরাপত্তা মধ্যে এই নির্বাচন সমাপ্ত করা হয়েছে।
সভাপতি প্রার্থী ছিলেন ২ জন শেখ সেকান্দার ১৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় তার প্রতিদ্বন্দী প্রার্থী কাজী আবুল হাসেম ৬৮ ভোট পায়।
হাজী মমিনুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য কমিটি গঠন করা হয়। এই কমিটির মধ্যে ছিলেন,আটপাড়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ফজলুর রহমান, হাজী মোঃ কাশেম খান,আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, আরও ছিলেন,হাজী নজরুল ইসলাম, কাজী সেলিম।