
করতোয়া নদী দখলমুক্ত অভিযানে পরাস্ত টিএমএসএস পরিচালক, দৃশ্যপট থেকে গায়েব ‘মহিলা পীর
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
মোঃ ইসমাঈল হোসেন,উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়ার আলোচিত জেলা প্রশাসক হোসনা আফরোজের নেতৃত্বে পরিচালিত নদী দখলমুক্ত অভিযানে উত্তরবঙ্গের প্রভাবশালী সংস্থা টিএমএসএস-এর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম হঠাৎ অন্তরালে চলে গেছেন। নানা বিতর্কের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া এই ‘মহিলা পীর’ বর্তমানে কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়া ও মিডিয়া সদয় আচরণের সুযোগ নিয়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে প্রভাব বিস্তার করে আসছিলেন হোসনে আরা বেগম। অতীতে কেন্দ্র থেকে মাঠ প্রশাসন পর্যন্ত কর্মকর্তাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে বারবার জয়ী হলেও, এবারে তুখোর ডিসি হোসনা আফরোজের দৃঢ় অবস্থানে আর পেরে উঠেননি তিনি।
জেলা প্রশাসকের নির্দেশে বগুড়া পানি উন্নয়ন বোর্ড ও যৌথবাহিনীর তত্ত্বাবধানে করতোয়া নদী দখলমুক্ত করতে পরিচালিত হয় অভিযান। উচ্ছেদ করা হয় অবৈধভাবে গড়ে ওঠা বিসিএল গ্লাস ফ্যাক্টরি, যেটি টিএমএসএস-এর সরাসরি নিয়ন্ত্রণাধীন বলে অভিযোগ রয়েছে।
এই অভিযানে সফলতা দেখে বগুড়াবাসী ব্যাপকভাবে সন্তোষ প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে তারা জেলা প্রশাসক হোসনা আফরোজের সাহসিকতার প্রশংসা করেছেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন।
জনগণের একাংশ মনে করছে, এই অভিযান কেবল করতোয়া নদী নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা প্রশাসনিক অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ। হোসনে আরা বেগমের এই হঠাৎ অন্তর্ধানকে অনেকে মনে করছেন পরাজয়ের প্রতীক।
সাধারণ মানুষ বলছেন, প্রশাসনের এমন পদক্ষেপ অব্যাহত থাকলে নদী ও রাষ্ট্র উভয়ই দখলদার মুক্ত হবে।