লক্ষ্মীপুর  থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুন বাস ভাড়া আদায়

লক্ষ্মীপুর থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুন বাস ভাড়া আদায়

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ


ঈদে ঢাকা ও চট্টগ্রাম থেকে বাড়ি আসা লোকজন আবার র্কম স্থলে ফিরতে শুরু করেছে। জীবন জীবিকার টানে আবার কর্মস্থলে ফিরা ।  সরকারের বার বার হুশিয়ারী সত্ত্বেও লক্ষ্মীপুর থেকে বিভিন্ন গন্তব্য ফেরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুন হারে বাস ভাড়া আদায় করছে বাসমালিকরা। বাস মালিকদের এই অতিরিক্ত অর্থ আদায়ে অসহায় সাধারণ যাত্রীরা।  লক্ষ্মীপুর থেকে ঢাকার একমাত্র যোগাযোগ মাধ্যাম সড়ক পথ।  এছাড়া ঢাকার সাথে লক্ষ্মীপুরে নৌ, রেল বা আকাশ পথের কোন যোগাযোগ ব্যাবস্থা নাই।  আর এই সুযোগ কে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন হারে বাস ভাড়া আদায় করা হচ্ছে।
লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী ইকোনো পরিবহন, ঢাকা এক্সপ্রেস ও জোনাকী পরিবহন  সরকার কর্তৃক ভাড়া চেয়ে দ্বিগুন হারে বাস ভাড়া আদায় করছে। ইকোনা পরিবহন ও ঢাকা এক্সপ্রেস ৩৬ সিটের কথা বলে ৮০০ টাকা করে বাস ভাড়া নিচ্ছে।  জোনাকী পরিবহন  ৪০ সিটের গাড়ী ৭০০ টাকাকরে বাস ভাড়া নিচ্ছে।
লক্ষ্মীপুর বাস র্টামিনালে কথা  হয় ঢাকা গামী  যাত্রী আব্দুর রহিমের সাথে  পরিবার নিয়ে বাড়িতে ঈদ করতে এসেছে কাল অফিস  তাই আজ ফিরতে হবে ইকোনা টিকেট  কিনেছে ৩ টি ৮০০ টাকা করে।
তিনি বলে গতবার ছিল পাঁচশত টাকা আর এবার নিচেচ ৮০০ টাকা করে কিন্তু দেখার কেউ নাই।

আরেক যাত্রী শামীমা সুলতানা ঢাকা এক্সপ্রেসের টিকেট নিয়েছেন ২টি  ৮০০ টাকা করে।  তিনি অভিযোগ করেন বাস কাউন্টার ও র্টামিনালে সরকারের র্নিধারিত ভাড়ার তালিকা টাঙ্গানোর কথা থাকলে কোন ভাড়ার চার্ট নাই।
সাইদুর রহমান  যাচ্ছেন ঢাকায় কিনেছেন জোনাকী কাউন্টারের টিকেট তার কাছ থেকে নিয়েছেন ৭০০ টাকা করে।
ইকোনো পরিবহনের লক্ষ্মীপুর র্টামিনালের  ম্যানাজার জানান  সরকারের র্নিধারিত বাস ভাড়ার চেয়ে দ্বিগুন হারে বাস ভাড়া নেওয়ার কারণ  আমরা বাসমালিক সমিতির র্নিধারিত ৫০০ টাকার চেয়ে বেশি মাত্র ৩০০ টাকা করে বেশি নিচ্ছি।  কারণ ঢাকা থেকে এখন বাস ১০-১৫ জনের বেশি যাত্রী আসে না।