চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানা সন্ত্রাসীদের হামলা ১৫ জন আহত

চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানা সন্ত্রাসীদের হামলা ১৫ জন আহত



মোহাম্মদ নিজাম, ভোলা  প্রতিনিধি: 


ভোলা চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানা ভাসান চর এলাকায় চার নং ওয়ার্ড সন্ত্রাসীদের হামলায় ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে মোহাম্মদ পায়েল, মোহাম্মদ রিয়াদ, মোঃ ফিরোজ ওহিদ , মাহে আলম সহ অনেকেই। আহতদেরকে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুত্বর । জানা যায় মোহাম্মদ আব্দুল জলিল বেপারী দুই বছর আগে  আলমগীরের কাছ থেকে জমি ক্রয় করেন। এবং একটি স্ট্যাম্প করা হয় আলমগীর আব্দুল জলিল বেপারী কাছে জমি বিক্রি করে দলিল দেয়নি বৃহস্পতিবার সকাল ১১ টা দিকে দলিল দেওয়ার কথা ছিল ।আলমগীর  দলিল না দিয়ে  ৪০-/ ৫০ জন সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আব্দুল  জলিল বেপারীর ছেলের উপর হামলা করে, এতে ১৫ জন আহত হয় এদের মধ্যে দুজনে অবস্থা আশংঙ্কা জনক ওহিদ মাস্টার ও পায়েল। এই সন্ত্রাসী হামলা চরফ্যাশন শশীভূষণ থানা মামলার প্রস্তুতি চলছে।