লক্ষ্মীপুর কমলনগরের কৃতি সন্তান  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের  প্রসিকিউটর হলেন

লক্ষ্মীপুর কমলনগরের কৃতি সন্তান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হলেন

মো: ইব্রাহিম :


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়) হিসেবে নিয়োগ পেলেন সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। তিনিসহ চার আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার।


বৃহস্পতিবার (২৭ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) তাঁদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চারজন আইনজীবীকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।


 ২০১২ সাল থেকে আবদুস সাত্তার পালোয়ান  আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ডিফেন্স কাউন্সিলর হিসেবে যুক্ত ছিলেন। দীর্ঘ ১৩ বছর ধরে এই আদালতে বিরোধী দলের বহু এমপি মন্ত্রীদের মামলাসহ অনেক মজলুম মানুষের মামলা পরিচালনা করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বহু ইতিহাসের মামলা পরিচালনার অভিজ্ঞ অভিজ্ঞতা রয়েছে এই প্রসিকিউটরের।  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিহাসে প্রথম যে আসামি খালাস পেয়েছিল তার আইনজীবী ছিলেন তিনি। এছাড়া প্রথম তিনজন আসামি অব্যাহতি, সারেন্ডার পূর্বক আসামির প্রথম জামিনসহ ৩০ এর অধিক আসামীর জামিনসহ অসংখ্য রেকর্ড মামলায় আইনজীবী ছিলেন আবদুস সাত্তার পালোয়ান। 


আবদুস সাত্তার পালোয়ান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী চর ফলকন গ্রামের বাসিন্দা।  তিনি আইন পেশার পাশাপাশি অসংখ্য সামাজিক কাজের সাথে জড়িত।  

লক্ষ্মীপুরের মেঘনানদীর বাঁধ আন্দোলন, লক্ষ্মীপুরে লঞ্চ চলাচল আন্দোলন এবং ২০২৪ সালে  লক্ষ্মীপুরের মনুষ্য সৃষ্ট বন্যা থেকে মুক্ত করতে রিটকারী এবং খাল নদীগুলোকে দখল উদ্ধারে জোরালো ভূমিকা পালন করছেন। তাঁর অনন্য এই পদোন্নতির জন্য দেশ বিদেশের এবং কমলনগরের সর্বস্তরের মানুষ আনন্দিত ও অভিনন্দন জানিয়েছেন। কমলনগরে এই প্রসিকিউটর গণমানুষের নেতা হিসাবে পরিচিত।