মুরাদনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে দের বছর ধরে এক নারীকে ধর্ষণ

মুরাদনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে দের বছর ধরে এক নারীকে ধর্ষণ

হাফেজ নজরুল:

কুমিল্লা মুরাদনগরে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দের বছর ধরে ধর্ষণ করেছে এক যুবক, বিষয়টি জানাজানি হলে সামাজিক দরবার সালিশে মাত্র সারে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত ধর্ষক   উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৈজুরী গ্রামের বজলু মিয়ার ছেলে
ওলিউল্লাহ, তার ঘরে স্ত্রী ও এক সন্তান আছে।
ভিকটিমের মা জানান আমার মেয়েকে পাশের গ্রামে বিয়ে দিয়ে ছিলাম, তার একটি ৪ বছরের সন্তান আছে, ওলিউল্লাহ আমার মেয়েকে বিয়ে করার আশ্বাস দিয়ে ফুসলিয়ে  তার স্বামীর সংসার থেকে নিয়ে আসে।
আমার মেয়ের নিকট থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ও দের ভরি গহনা কৌশলে হাতিয়ে নেয়, সামাজিক বিচারে সারে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, আমি সমাজকে সম্মান দেখিয়ে বিচারের রায় মেনে নিয়েছি, গ্রামের একজন মাতাব্বর বলেন বিচারের সভাপতি ছিলেন ফরিদ মিয়া,উপস্থিত ছিলেন  গ্রামের মাতব্বর আব্দুল বাতেন, আব্দুল মান্নান, কালা মিয়া,সুরুজ মিয়াসহ
এলাকার কয়েকটি গ্রামের প্রায় ৫ শতাধিক উৎসুক জনতা  উপস্থিত ছিলেন, বিচারের রায় সারে তিন লক্ষ টাকা ও ৫০ টি জুতার বারি, রায় অনুযায়ী অভিযুক্তের  বাবা তাকে জুতার বারি দিয়ে তাকে নিয়ে যায় এবং মেয়ের মা মেয়েকে শাসন করে নিয়ে যায়।
গত কয়েক মাস পূর্বে ও একই গ্রামের মৃত চেরেগ আলীর ছেলে বাচ্চু মিয়া (৬০) কর্তৃক প্রতিবেশী
একটি শিশু ধর্ষণের শিকার হলে সামাজিক দরবারে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করে টাকা লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
গ্রামের কয়েকজন সরদার বলেন আমরা সামাজিক ভাবে শান্তির লক্ষে একটি সুরাহা করে দিয়েছিলাম, এখন শুনি অভিযুক্ত এ রায় কে নিয়ে টালবাহানা করতেছে। এ বিষয়ে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন এ বিষয়ে আমি কিছু ই জানিনা।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন এ বিষয়টি আমার জানা নেই, তবে পুলিশ পাঠিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।