ভয়াবহ আগুনে পুড়ে ছাঁই আয়েশা ইলেক্ট্রিক, নিঃস্ব ব্যবসায়ী

ভয়াবহ আগুনে পুড়ে ছাঁই আয়েশা ইলেক্ট্রিক, নিঃস্ব ব্যবসায়ী

 নিজস্ব প্রতিবেদকঃ


লক্ষ্মীপুর সদর উপজেলার মাছিমনগর বাংলাবাজারের দক্ষিণ মাথা ফকির বাড়ীর সামনে আয়েশা ইলেক্ট্রিক পুড়ে চাই। গত ৫ এপ্রিল রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় পাশের মুদি দোকানে আগুনের সূত্রপাত ঘটে এতে তাৎক্ষণিক পাশের দোকানে আগুন ছড়িয়ে পুড়ে যায়। স্থানীয়দের অক্লান্ত পরিশ্রমে ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ৩টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাঁই হয়ে যায় এবং কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি, পোশাক ও ইলেকট্রনিক্স, পাইপ ফিল্টার, কনফেকশনারি সামগ্রীর দোকান ছিল, ক্ষতির পরিমাণ কয়েক লাক্ষ টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো বাংলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন সহায়তা পাওয়ার আশায় রয়েছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আয়েশা ইলেক্ট্রিক এর স্বত্বাধীকারি আক্তার হোসেন নতুন দিন কে বলেন, আমার প্রায় ১.৫ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়ছে। আমাদের সবগুলো দোকান মালামালে ভরপুর ছিল।  দোকান ও মালামাল মিলে কয়েক লক্ষ টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পুরা নিস্ব হয়ে গেলাম। আমাগো পুঁজি ও জীবনের সবকিছুই আগুনে পুড়ে গেছে। আমরা সরকারি সাহায্য কি পামু?