গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

 


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে গণ-অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে টঙ্গী পশ্চিম থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্য সচিব মুহাম্মদ মহসিন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক তানজিল। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আকাশ গোষ, যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান শাওন, সংগঠক সাইফুল ইসলাম আকাশ, আহ্বায়ক কমিটির সদস্য রাজন আলম, আকাশ খান, ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, “হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না।”

পরিশেষে, সকল শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং এই প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।