
চাঁদাবাজি করা অধিকার মনে করেন চাঁদাবাজরা -----কুমিল্লায় আসিফ মাহমুদ
হাফেজ নজরুল:
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদী শাসনের কারণে চাঁদা দেওয়াকে অনেকে যেমন দায়িত্ব মনে করেন তেমনি চাঁদা আদায় করাকে অধিকার মনে করেন চাঁদাবাজরা। গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্বাধীনতা
দিবস উপলক্ষে পবিত্র
কোরআন প্রতিযোগিতা' ' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজির ঘটনাগুলো চলমান আছে। ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, অনেকে চাঁদা দেওয়াকে দায়িত্ব মনে করেন।
আসিফ মাহমুদ বলেন, কেউ একটা টোকেন ধরিয়ে দিলে, আমাকে ৫০ থেকে ১০০ টাকা দিতে হবে। আবার যারা চাঁদা নেয় তারা মনে করে এটা তার অধিকার। কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না।