কমলনগর সাংবাদিকদের সৌজন্যে জামায়াতের ইফতার

কমলনগর সাংবাদিকদের সৌজন্যে জামায়াতের ইফতার


কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  লক্ষীপুর কমলনগর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল আয়োজন। সোমবার ১০ মার্চ ২০২৫ইং বিকাল ৫টায় স্থানীয় রাজমহল সাইনিজ রেস্টুরেন্টে। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কমলনগর -রামগতি আসনে এমপি প্রার্থী আর এ হাফিজ উল্লাহ, সাবেক আমির ও ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, সাবেক আমির ও জেলা সূরাহ সদস্য ডা:মোঃ নুর উদ্দিন মাহমুদ,  মাষ্টার জামাল উদ্দিন, বর্তমান উপজেলা আমির মাওলানা আবুল খায়ের ও সেক্রেটারি আকরাম হোসেন। 


উপস্থিত বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউসুফ আলী মিঠু, রিপোর্টাস ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, সিনিয়র সাংবাদিক মিজান মানিক ও সাইফুল্লাহ হেলাল সহ আরো অনেকে। বক্তারা বলেন সাংবাদিকরা রাষ্ট্রের ৪র্থ উপাদান, তাই রাষ্ট্রকে যে সকল কুচক্রী মহল অস্থিতিশীল পরিস্থিতিতে পেলে দিতে চাইবে তাদের অপরাধগুলো জাতির সামনে তুলে এনে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিগত বছর গুলোতে এমন বহু সাংবাদিক ছিলো যারা হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করেছে। সাংবাদিকরা যদি ন্যায় ও সত্যকে উদঘাটন করে তবে সামনে দিনগুলোতে জাতির ঘাড়ের উপর আর কোন স্বৈরশাসক ভর করতে পারবেনা। সাংবাদিকরা সজাগ থাকলে অন্যায় অপরাধ সামাজে বিস্তার লাভ করতে পারবে না।