
এরশাদনগরে ঈদ-উল-ফিতর উপলক্ষে কড়া নির্দেশনা
গাজীপুর প্রতিনিধি: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুরের এরশাদনগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি টঙ্গী পূর্ব থানা যুবদলের পক্ষ থেকে বাসিন্দাদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় জানানো হয়, এরশাদনগরের কোথাও লটারি, চাঁনপট বা জুয়ার আসর বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া পটকা বা বাজি ফোটানো এবং বাইক রেসিং কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সকল অভিভাবককে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন তাদের সন্তানদের এসব ঝুঁকিপূর্ণ ও আইনবিরুদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত রাখেন। কেউ যদি এ ধরনের কাজে সম্পৃক্ত থাকে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই উদ্যোগের উদ্যোক্তা টঙ্গী পূর্ব থানা যুবদলের মোক্তাদির আহম্মেদ লিপু মোল্লা, নাঈম ইসলাম (সাবেক সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন), মোরসালিন মুন্না (জাতীয়তাবাদী ছাত্রদল টঙ্গী পূর্ব থানা) এবং শহিদুল ইসলাম সুমন (সদস্য সচিব, কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ)।
নির্দেশনায় তারা সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে আসন্ন ঈদ উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হয়।