
তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা
মোফাজ্জল হোসেন ঃ
"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই
এই প্রতিবাদ্যকে সামনে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে। গতকাল রবিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা কামরুল হাসান, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ছাত্র প্রতিনিধি সিয়াম হাওলাদার ,সাবিয়া আক্তার জারা, জুলাই-আগষ্ট গন অভ্যুত্থানে নিহত সাইদুল ইসলামের বাবা আলামিন খলিফা, নিহত শাওন এর বাবা, আরও বক্তব্য রাখেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, সমাপনী বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন । অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও শংকর পাল, কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, শিশু একাডেমির কর্মকর্তা শামীম হোসেন, ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আসিফ নেওয়াজ, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মদন গোপাল সাহা, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন সহ বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের ছাএ ছাএী শিক্ষক প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।