বিয়ানীবাজারে জার্নালিস্টস এসোসিয়েশনের পিঠা উৎসব

বিয়ানীবাজারে জার্নালিস্টস এসোসিয়েশনের পিঠা উৎসব

বিয়ানীবাজা প্রতিনিধি :


বিয়ানীবাজার জার্নালিস্টস এসোসিয়েশন’র উদ্যোগে আগামী বুধবার দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। দেশীয় ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় প্রেসক্লাবের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন পিঠা উৎসবের আয়োজন করেছে।


এদিন সকাল ১১ টায় বিয়ানীবাজার প্রেসক্লাব কার্যালয়ের সম্মুখে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম মুস্তাফা মুন্না।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি হাসানুল হক উজ্জ্বল ও হাসান শাহরিয়ার, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের ভাই জাবুর আহমদ।

এদিকে পিঠা উৎসব সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন বিয়ানীবাজার জার্নালিস্টস এসোসিয়েশন’র সভাপতি এম. এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু ও পিঠা উৎসব কমিটির আহবায়ক ইমাম হাসনাত সাজু।