পুষ্পধারা প্রপার্টিস লিমিটেড বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করার অভিযোগ
মোফাজ্জল হোসেন ঃ
শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেওয়াটখালী অবস্থিত পুস্পধারা প্রপাটিজ লিমিটেড আর এস পর্চায় সরকারি রেকডীয় রাস্তা দখল করে নিজস্ব প্রপাটিজে ব্যবহার জন্য রাস্তা করার করার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে সরেজমিনে গেলে দেখা যায় যে, সরকারি দখল করে পুস্পধারা প্রপাটিজ লিমিটেড নিজের রাস্তা করতেছে। এই প্রপার্টিজ শুধু কেয়াটখালি নয় আলমপুর, লস্করপুর, হাঁসারা সহ আড়িয়াল বিল জুড়ে ফসলি জমি মাটি ভরাট করার প্লট বিক্রি পায়তারা করছে।
এ ব্যাপারে ইঞ্জিনিয়ার সৌরভ জামান কে জিজ্ঞাসাবাদ করলে সৌরভ জামান বলেন, আমি ত জানিনা। কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলেন।
কোম্পানির ম্যানেজার মোঃ মামুন কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন আমি একটি মিটিং এ আছি।
উল্লেখ্য আছে যে, পুস্পধারা প্রপাটিজ লিমিটেড আড়িয়াল বিলের কৃষি জমির পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে নিজস্ব রাস্তা করেছে।
স্হানীয় জনগন জানায় যে, এভাবে যদি একের এক কৃষি জমি ভরাট করে তাহলে আমরা গরীব কৃষকেরা কিভাবে পরিবার নিয়ে বেঁচে থাকবো। কারণ আমাদের কৃষি জমির উপর নির্ভর করে সন্তান-সন্ততির লেখাপড়া খাওয়া দাওয়া ইত্যাদি আমরা কৃষি প্রধান দেশে থাকা সত্ত্বেও। আমরা এখন দিনের পর দিন কৃষি জমি হারাতে শুরু করছি।কৃষকেরা আরও বলেন যে, এই সরকারি রাস্তা দিয়ে আমরা পায়ে হেঁটে কৃষি জমি যাতায়াত করতাম। এখন রাস্তা বন্ধ হয়ে গেলে কিভাবে যাতায়াত করব।
এ ব্যাপারে ষোলঘর ইউনিয়ন ভৃমি সহকারী অফিসার মোঃ আসাদুজ্জামান জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি খবর নিয়ে জানাচ্ছি।