শ্রীনগরে দুর্গা পূজা উদযাপনের নিরাপত্তায় বিএনপির প্রস্তুতি মূলক সভা
মোফাজ্জল হোসেন ঃ
হিন্দু ধর্মালম্বিদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি মূলক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় শ্রীনগর দোহার সড়কের বাইপাস রোডে হাফিজুল ইসলাম খানের বাগান বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আশরাফ হোসেন মিলনের সভাপতিত্তে এবং শহিদুল ইসলাম কারালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মূর্ধা জেমস, সাধারণ সম্পাদক মামুন বিএনপি নেতা নুর ইসলাম বেপারী, মনু কাজী, সেন্টু মোড়ল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহম্মেদ রনি, সাঃ সম্পাদক রজিন, ছাত্রদলের সভাপতি শুভ,সাঃ সম্পাদক ইমন, স্বেচ্ছাসেবক দল নেতা জেকি, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম মোড়ল।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধির চন্দ্র দত্ত , তাপস পাল, রঞ্জিত মল্লিক ,অজয় মল্লিক , বলরাম মন্ডল,শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল,সাঃ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া, মৎসজীবি দলের সভাপতি আমির হোসেনসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।