রাজধানীর দারুস সালামে যৌথ বাহিনীর অভিযানে আটক -৪
নূর হোসাইন :
রাজধানীর দারুস সালাম থানা এরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কয়েকটি মোবাইল, ১টি দেশীয় অস্ত্র , ১টি বুলেট ও ১ টি পিস্তল উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়েছে , সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চলছে আর এর অংশ হিসেবে ৩ অক্টোবর রাত ৮ ঘটিকার সময় এ অভিযান চালায যৌথ বাহিনী । দারুস সালাম থানা পুলিশ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় , গাবতলী সিটি কলোনির সোহান নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে, এর ভিত্তিতে সশস্ত্র বাহিনী ও পুলিশ ৩ অক্টোবর রাত ৮ ঘটিকার সময় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে। এ সময় রাজধানীর গাবতলীর সিটি কলোনি এলাকা থেকে প্রথমে মোঃ সোহান শেখ কে আটক করেন এরপর তার তথ্যের ভিত্তিতে বাকি তিনজন যথাক্রমে মোহাম্মদ হোসেন , মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ রিফাত কে আটক করে এবং তাদের তথ্যের ভিত্তিতে মোবাইল, দেশীয় অস্ত্র ও পিস্তল উদ্ধার করে দারুস সালাম থানায় তাদের সোপর্দ করে , এ ব্যাপারে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ রকিব -উল- ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন - পুলিশ ও সশস্ত্র বাহিনী কর্তৃক একটি টিম অভিযানে নেমে তাদের আটক করা হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে কয়েকটি মোবাইল একটি দেশীয় অস্ত্র ও একটি পিস্তল উদ্ধার করা হয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ,