বসত বাড়ির সীমানাপ্রাচীর দেয়াকে কেন্দ্র করে আহত ৪
মুন্সিগঞ্জের প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্যামসিদ্ধি ইউনিয়নের কয় কীর্তন গ্রামে বাড়ীর সীমানা প্রাচীর নির্মান কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।গত ২৬অক্টোবর বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। যাহারা আহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনরা উদ্ধার করে চিকিৎসা জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
আহতরা হলেন কয়কীর্তন গ্রামের আব্দুর রহমান(৫৫),তার ছেলে ইমন(২৪),রিয়াদ(২৬),স্ত্রী পারভীন বেগম (৪৮)।
এ ঘটনায় কয়কীর্তন গ্রামের আব্দুল রহমান এ-র ছেলে ভুক্তভোগী ইমন বাদী হয়ে একই গ্রামের বাদল চোকদার এ-র ছেলে বক্কর চোকদার(৪৪), তার পুত্র জয়(২০),আলেক হাওলাদার এ-র পুত্র শুভ হাওলাদার (২৮),বাদল চোকদার এ-র পুত্র আল আমিন(৩৬),আলেক হাওলাদার এ-র পুত্র সোহাগ (২৪),আটপাড়া গ্রামের বারেক হাওলাদার এ-র ছেলে আবুল হোসেন (৪২),কয়কীর্তন গ্রামের মৃত বারেক হাওলাদার এ-র মেয়ে রুনা(৩৫),বাদল চোকদার এ-র মেয়ে নার্গিস(৪৩),রিপন চোকদার এ-র পুত্র নিরব(১৮)কে বিবাদী করে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী ভোগী ইমন হোসেন বলেন আমাদের বাড়ীর সীমানা খুটি সরিয়ে গত কয়েকদিন যাবৎ আমাদের প্রতিবেশী বক্কর ইট দিয়ে দেয়াল নির্মান করার চেস্টা করছিলেন,আমি ও আমার পরিবার তাকে নিষেধ করলে,আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদের উপর তারা সংঘবদ্ধ ভাবে হামলা চালায়,এতে আমি সহ আমার পরিবারের ৪জন আহত হই পরবর্তীতে আমরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি ইয়াসিন মুন্সী বলেন,দুই পক্ষই পাল্টা পাল্টি অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।