লক্ষ্মীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে অসহায় মানুষদের পাশে পৌর ছাত্রদলের ব্যানারে এক ঝাকঁ তরুন

লক্ষ্মীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে অসহায় মানুষদের পাশে পৌর ছাত্রদলের ব্যানারে এক ঝাকঁ তরুন


মোঃ ইউছুফ,লক্ষ্মীপুরঃ 

সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও বেহাল দশা। বন্যা কবলিত পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে অর্ধেকেরও বেশী মানুষ বাড়ী-ঘর ছাড়া। চলে গেলেন আশ্রয়কেন্দ্রে। অনেকেই ভাসছেন অথৈই পানিতে। অবশ্য থেমে নেই ভিবিন্ন অরাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। সম্প্রতি মহান কাজে ছুটে চলায় ব্যাপক প্রসংসাও কুড়িঁয়েছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়। রাজনৈতিক সংগঠনগুলো একধাপ এগিয়ে মানবতার সেবায়। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ব্যানারে ৩ নং ওয়ার্ড বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন শুভ এর নেতৃত্বে এক ঝাক তরুন।

ব্যাপক শ্রমও দিচ্ছেন পৌর ছাত্রদলের নেতা রিশাদ নেওয়াজ, তরিকুল ইসলাম শান্ত, লাম পাটোওয়ারী, রাহুল হোসেন লিংকন,  তাবরিজ সহ প্রমুখ।