বাংলাদেশ আমাদের জন্ম-মৃত্যুর চিরস্থায়ী ঠিকানা -ডাঃশফিকুর রহমান

বাংলাদেশ আমাদের জন্ম-মৃত্যুর চিরস্থায়ী ঠিকানা -ডাঃশফিকুর রহমান


ইন্জিঃমোঃমিজানুর রহমান, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃশফিকুর রহমান বলেছেন বাংলাদেশ আমাদের বাপ দাদার দেশ কোন খালা-মাসির দেশ নয় বাংলাদেশ আমাদের জম্ন মৃত্যুর চিরস্থায়ী ঠিকানা। আজ দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর পয়েন্ট ও কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় কথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একটা সরকার আমাদের দেশে ছিল, তারা আমাদের কানাডা সিঙ্গাপুর উপহার দিয়েছিল। 

আমাদের ইতিহাসজ্ঞানে তো কখনো দেখি নাই, কানাডা ও সিঙ্গাপুর বানিয়ে এভাবে কোনো শাসক ও দোসরদের দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়। আপনারা পালাবেন কেন। আমাদের নেতৃবৃন্দকে আপনার হত্যা করেছেন আমাদের কোনো নেতা দেশ ছেড়ে পালাননি।’  


জামায়াত আমির বলেন, ‘আজ থেকে কয়েক দিন আগে বাংলাদেশে বিরাট একটি পরিবর্তন এসেছে। সাড়ে ১৭ বছর জাতির ঘাড়ে বোঝা চাপিয়ে রাখা হয়েছিল।


প্রথম দুই বছর আওয়ামী লীগের আন্দোলনের ফসল ম‌ঈন-ফখরুদ্দীন সরকার, তার পরের ১৫ বছর সরাসরি তারা নিজে। এই সাড়ে ১৫ বছরে জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে। ২০০৯ সালে আওয়ামী ক্ষমতায় আসার পর প্রথম আঘাত হেনেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর ওপর। পিলখানায় বিডিআরের সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড করা হয়। সেখানে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে হত্যা করা হয়। তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয়। তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়‌। মর্মান্তিক এই দৃশ্যের কষ্ট জাতি বয়ে বেড়াচ্ছে।’ 


বন্যা পরিস্থিতি নিয়ে আমিরে জামায়াত বলেন, ‘বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও ফেনী ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ফেনী মানুষ এখনো লাশ দাফন করার জায়গা পাচ্ছে না। এবার আসমান যেমন আমাদের জন্য দুয়ার খুলে দিয়েছে, বৃষ্টির জন্য তেমনি ভারত‌ও সব পানি ছেড়ে দিয়েছে, ভাসিয়ে দেওয়ার জন্য। আমরা ৫৩ বছর ধরে শুনে আসছি, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। এবার তারা পানি ছাড়ল কিন্তু আমাদের বললও না।’ 

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমির অধ্যাপক আব্দুল হান্নান, আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমির মো. আবদুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ,কুলাউড়া উপজেলা আমির আব্দুল হামিদ খান প্রমুখ।