চর কাদিরা ইউনিয়ন উপ-নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

চর কাদিরা ইউনিয়ন উপ-নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


মিজানুর রহমান সোহেল বাঙালীঃ

লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (০৫ জুলাই) বিকালে উপজেলা নির্বাচন অফিসার চর কাদিরা ও চর লরেন্স ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী ৮ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে বৈধ ঘোষণা করেন।


চুড়ান্ত প্রার্থীরা হলেন, চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লার ছেলে নুরুল্লাহ খালেদ ও মুহাম্মদ ফয়জুল্লাহ, চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু, ইব্রাহিম বাবুল মোল্লা, মাওঃ খবিরুল ইসলাম, বাহার উদ্দিন মোল্লা, জয়দেব চন্দ্র মজুমদার,আব্দুর রহিম


১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহার ও ১১ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৭ জুলাই শনিবার এ ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে মাওলানা খালেদ সাইফুল্লাহ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় পরবর্তীতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী গত ২৭ জুন এ পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।