শ্রীনগরে মোবাইলকোট অভিযান করে নগদ ২ লক্ষ টাকা জরিমানা আদায়
সোমবার, ১৫ জুলাই, ২০২৪
মোফাজ্জল হোসেন ঃমুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে গতকাল ১৪ জুলাই রবিবার বেলা ৩ টার দিকে মোবাইলকোট অভিযান পরিচালনা করে ১ জনকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
এই মোবাইলকোট অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।
সাফফাত আরা সাঈদ কাছে জানতে চাইলে তিনি বলেন বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক নগদ ২ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি আরও বলে
ন , এই মোবাইলকোট চলমান থাকবে।