আজ সাহিরের জন্মদিন
সোমবার, ২০ মে, ২০২৪
এছড়া ও ওয়েব সিরিজ,নাটক ও টিভিসি নিয়ে বাস্ত আছে। তানিম রহমান অংশু পরিচালনায় অভিশাপ
নাটক এ অভিনয় করে ব্যাপক সারা পেয়েছে।
সাহিরের এখন টিনেজ এ রানিং।
সাহিরের মডেলিং ও অভিনয়ের শুরু ৩ বছর বয়স থেকে। সাহির এর আলোচিত কাজ গুলো হলো গানের রাজার উপস্থাপক, বাংলাদেশের সব চেয়ে বড় মেগা সিরিয়াল সাত ভাই চম্পার আমির চাঁদ, টিভিসি -পেপসোডেন্ট,ফ্রেশ পানি, হরলিক্স, ডানো মিল্ক, রানার মোটর ছাইকেল, প্রাণ আরএফএল।
সাহির বলেন আমি বড় হয়ে একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখি। পাশাপাশি অভিনয়টা করতে চাই।
আমি বর্তমানে সপ্তম শ্রেণিতে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এ পড়ছি। আব্বু-আম্মু সব সময় আমাকে বলে মানুষের জন্য ভালো কিছু করো মানুষ তোমাকে এমনিই মনে রাখবে আমি তেমন কিছুই করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।