শ্রীনগরে মামুনের উঠান বৈঠক
মোফাজ্জল হোসেন ঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও উওরপাড়া মুন্সিবাড়ী মসিউর রহমান মামুন ভাই এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শামসুল আলম মুন্সীর সভাপতিত্বে ও রানা হাবিবুল্লাহ মিয়া এর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা ছিলেন, আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ মার্কার প্রার্থী মোঃমসিউর রহমান মামুন।
আরও উপস্থিত ছিলেন পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খান, শ্রীনগর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, বাড়ৈগাঁও গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ,ব্যবসায়ী জি এম সাজেদ মামুন আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ বাদল মাদবর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আওয়ামী লীগ নেতা ইফেল খন্দকার, রাকিবুল ইসলাম ,বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন, অভিভাবক কমিটির সভাপতি খলিলুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শাহানুর মাদবর,হাতেম মাঝি,সালাম শেখ,গফুর শেখ,আলী আকবর শেখ, ,,শাহজাহান মোড়ল সাইফুল ইসলাম মাদবর, , আবজাল শেখ, রবিন মাদবর, আতিক,রনি,শরীফুল ইসলাম, মোড়ল, লিমন শেখ শফিক, সুমন,আক্তার হাওলাদার, হান্নান, তানভীর হাছান ,বাড়ৈগাঁও গ্রামের যুব সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাপ পিরিচ মার্কার প্রার্থী মোঃমসিউর রহমান মামুন সকলের নিকট দোয়া ও ভোট চান।তিনি আরও বলেন পুনরায় আমি বিজয়ী হলে উপজেলার সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো এবং মাদক মুক্ত ্শ্রীনগর উপজেলা গড়বো ইনশাআল্লাহ।