বিয়ানীবাজারে যথাযত মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে
এম.এ ওমর:
বিয়ানীবাজারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে দিবসটিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার । উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার। এসময় উপস্থিত ও বক্ত্যদেন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুল হক, উপজেলা যবু উন্নয়ন কর্মকর্তা শামসুল হক জোয়ারদার, উপজেলা তথ্য কর্মকর্তা শিউলী বেগম। পরে শিলাই প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়।