সতর্কীকরণ বিজ্ঞপ্তি

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

 সতর্কীকরণ বিজ্ঞপ্তি:


 এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছবিতে প্রদর্শিত ব্যক্তি প্রনয় আচার্য্য, পিতা-মৃত তপেশ চন্দ্র আচার্য্য, গ্রাম-বিষ্ণুপুর, ১নং রহিমপুর ইউপি, উপজেলা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার একজন বুদ্ধি প্রতিবন্ধী ও মানসিক অসুস্থ ব্যক্তি। সে পরিবারের অবাধ্য। তার সাথে কেউ কোন ধরনের আর্থিক বা বিষয় সম্পত্তির (স্থাবর/অস্থাবর) লেনদেন করবেন না। যদি কেহ তা করেন তাহলে তার পরিবারবর্গ দায়ী থাকিবেন না। তার পরিবারের সম্পদ পিতা দেবোত্তর করে দিয়েছেন এবং তার নিজের কোন স্থাবর/অস্থাবর সম্পদ নেই। সে বর্তমানে মহাজনী সুদ কারবারীদের ভয়ে বাড়ি ছাড়া। তাই সকলের অবগতির জন্য এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ------পরিবারের পক্ষে : প্রদীপ আচার্য্য, গ্রাম : বিষ্ণুপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার।