বিয়ানীবাজারে কৃষক লীগ নেতার বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিয়ানীবাজারে কৃষক লীগ নেতার বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


 সাবির হোসেন খান,বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন আওয়ামীলীগ,কৃষক লীগ,যুবলীগ, ছাত্রলীগ,ও সহযোগী সংগঠনের আয়োজনে বিয়ানীবাজার উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও চারখাই ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদুল আলমের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক এস আর সহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল, নাজিম উদ্দিন, অধ্যাপক আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খাঁন,চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী,বিয়ানীবাজার পজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম,সাইদুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের ২২ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম,সিলেট জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খাঁন, বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী,বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা সোহেল আহমদ, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয় সম্পাদক নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি শিহাব আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সহ সভাপতি ইসমাইল আহমদ, মাহমুদ হোসেন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত আহমদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন প্রমুখ.

 বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা দুঃখ বারাকান্ত মনে বলেন বিয়ানীবাজার উপজেলার মধ্যে চারখাই ইউনিয়নের একজন সহ যোদ্ধাকে বিদায় জানাতে কষ্ট লাগতেছে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন সাঈদুল আলম একজন কর্মীবান্ধব সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনে যার অবদান অপরিসীম। তবুও তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমাচ্ছে এতে তাহার সর্বাঙ্গিণ সাফল্য কামনা করেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠান শেষে সাঈদুল আলমের যাত্রা নিরাপদের জন্য দোয়া অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন অতিথি ও নেতৃবৃন্দ।