ঈদ উল ফিতর আসছে পারভীন লিসার "ভালবাসার রঙ লাগাইয়া"
বিনোদন ডেস্ক : আসছে ঈদ উল ফিতর এ রিলিজ হচ্ছে সংগীত শিল্পী পারভীন লিসার তৃতীয় একক মৌলিক গান "ভালবাসার রঙ লাগাইয়া"।
গানটির কথা ও সুর করেছেন তরুণ গীতিকার ও সুরকার পলাশ লোহ। পলাশ লোহ এর আগে পারভীন লিসার আরো দুইটি গান এর সুর দিয়েছেন ।
পলাশের চমৎকার লিরিকে চটকা তালের মিউজিক করেছেন গুণী মিউজিশিয়ান বেলাল হোসাইন চঞ্চল। গাজীপুর এর পুবাইল এ সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে।
পারভিন তার শ্রোতাদের উদ্দেশ্যে বলেন "ভালোবাসার রং লাগাইয়া "গানটি মূলত একটি প্রেমের গান সেই সাথে এখনকার জেনারেশন এর জন্য অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। বর্তমান টেন্ড এর কথা মাথায় রেখেই গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে বলে জানান পারভীন।
আসছে ঈদ উল ফিতর এ পারভীন লিসার ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হবে। পারভিন আশা করছেন তার এবারের গানটি ভক্তদের মন ছুঁয়ে যাবে। ভবিষ্যতে আরো ভালো ভালো গান করার পরিকল্পনা আছে এই শিল্পীর।