শ্রীনগরে ইউনিয়ন পর্যায়ে ক্রিয়া ও সাংস্কৃতির প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শ্রীনগরে ইউনিয়ন পর্যায়ে ক্রিয়া ও সাংস্কৃতির প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেনঃ


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১৬ ফেব্রুয়ারী শুক্রবার  সারাদিন ব্যাপী পাটাভোগ  ইউনিয়নের উওর পাইকশা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে  ক্রিয়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খান  এর সভাপতিত্বে
 এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃমসিউর রহমান মামুন।

আরও উপস্থিত ছিলেন,শামসিদ্দিন চেয়ারম্যান   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মনজু দেওয়ান ,উওর পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি মোজাম্মেল হক ভূইয়া সহ ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রতন সাহা, পাটাভোগ ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরুষ সদস্য,  ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী  এবং ইউনিয়ন বাসী।

অতিথিরা বিজয়ী ছাত্র ছাত্রীদের  মাঝে পুরস্কার তুলে দেন।