শ্রীনগরে ইউনিয়ন পর্যায়ে ক্রিড়া ও সাংস্কৃতির প্রতিযোগিতা পুরস্কার বিতরণী
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
শ্রীনগর প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন ব্যাপী কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মনজু দেওয়ান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন বাবু।
আরও উপস্থিত ছিলেন, পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবু,মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ও আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রত্যাশী এম মাহবুব উল্লাহ কিসমত,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন মাষ্টার পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা পারভীন, কুকুটিয়া ইউপি সদস্য তাজুল ইসলাম, লিটন,তোফায়েল, বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক, অভিভাবক, ছাএ/ছাএী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।