রিয়াজুল ইসলাম রাইজুল সাহেবের পিএস সাদ্দাম এর বিরুদ্ধে নয় ইউপি সদস্য ও সাধারণ কৃষকদের অভিযোগ

রিয়াজুল ইসলাম রাইজুল সাহেবের পিএস সাদ্দাম এর বিরুদ্ধে নয় ইউপি সদস্য ও সাধারণ কৃষকদের অভিযোগ

  মোঃ ইমরানুল হাসান  

শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি :


সুনামগঞ্জ জেলার  শান্তিগঞ্জ উপজেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ৩১ নং পিআইসির সেক্রেটারি   পুর্ব বীরগাঁও ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল সাহেবের পিএস মিলাদ হোসেন সাদ্দামের বিরুদ্ধে নয় ইউপি সদস্য ও সাধারণ কৃষকদের  অভিযোগ 


তথ্য সংগ্রহ করতে গিয়ে  জানা যায়  মিলাদ হোসেন সাদ্দাম   হলো পুর্ব বীরগাঁও ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান সাহেবের পি এস গতো বছরে সে পানি উন্নয়ন বোর্ড এর পিআইসি ছিলো  কিন্তুু অদক্ষতার কারণে এবং কাজে সমস্যা হওয়ায় তাকে পিআইসি থেকে বহিষ্কার করা হয়  

 এবং সেই পিআইসি কাজ  বর্তমান মাসুম মেম্বার ও রুজেল মেম্বার দ্বারা করা হয় কিন্তু এবছরে ও দেখা যায় পানি উন্নয়ন বোর্ড এর ৩১ নং পিআইসিতে সেক্রেটারি হিসেবে সাদ্দাম হোসেন কাজ করে যাচ্ছে  কিন্তুু  উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খোঁজ খবর  নিয়ে দেখা যায় ৩১ নং পিআইসির কাজ সাবেক মেম্বার রায়েল আহমেদ পায় তাই তিনি সমস্ত প্রমাণাদি মিলিয়ে ২১/০১/২০২৪ ইংরেজি রোজ রবিবার বিকালে৫ টায় এলাকাবাসীকে নিয়ে একটি পঞ্চায়েত বৈঠক করেন

 এবং ইউনিয়নের  নয় ইউপি সদস্য ও এলাকার সাধারণ কৃষকদের এবং পঞ্চায়েত কমিটির সমন্বয়ে ২২/০১/২০২৪ ইং  রোজ সোমবার দুপুর ১.০০ টায় শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।