নরসিংদীতে যৌথ উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে যৌথ উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

খন্দকার সেলিম রেজা:


সংরক্ষণ অধিদপ্তর ও GAIN এর যৌথ উদ্যোগে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার আইন,২০০৯ এর আলোকে ভোজ্যতেল সমৃদ্ধকরণের মাধ্যমে খাদ্যপণ্যের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  নরসিংদী জেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হেরিটেজ রিসোর্ট অডিটোরিয়ামে উক্ত কর্মশালায় প্রধান অতিথির আসন অলঙ্করণ করেন এ. এইচ.এম.সফিকুজ্জামান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব)জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সভাপতিত্ব করেন ড. বদিউল আলম,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,নরসিংদী। কর্মশালায় বক্তারা খাদ্যের নিরাপত্তা ও পুষ্টিমান রক্ষায় ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে আলোচনা করেন।