গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 


আমিনুল ইসলাম: গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি, ২০২৩-২৪ মৌসুমে বোরো  ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে  সার ও বীজ প্রণোদনা বিতরণ কার্যক্রম এর  উদ্বোধন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।

 গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম আনন্যা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপ সহকারী আব্দুর রাকিব,উপ সহকারী গানিউল ইসলাম,এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের মোট, ছয় হাজার একশত জন কৃষক কে ৫ কেজি করে উপসী ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার ,১০ কেজি এমওপি সার,  বিতরণ করা হয়েছে।