দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নাঈম হাসান
মোঃ ইউছুফ, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে সরগরম রাজনৈতিক মাঠ।
অন্য দলের সাথে পাল্লা দিয়ে এবার ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোট সমর্থিত জনতার কথা বলে পার্টি থেকে ঢাকা-১২
সংসদীয় আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জনতার কথা বলে পার্টির ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা এবং জনতার কথা বলে পার্টির সভাপতি মুহাম্মদ নাঈম হাসান ।
বুধবার বিকাল তিনটায় সময় ঢাকা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থেকে মৃধা মোছাম্মদ শাহনাজ পারভীন মনোনয়ন পত্রটি তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, জনতার কথা বলে দলটির সাধারণ সম্পাদক এহতেসামুল ইসলাম রুবেল, ভোলা জেলা সভাপতি রন্জিত চন্দ্র দাস এবং জনতার কথা বলে দলটির উপদেষ্টা অধ্যক্ষ রিক্তার হোসেন।
উল্লেখ্য জনতার কথা বলে দলটি ২০০৭ সালের ৫ ই মার্চ মাসে গঠন হয়। এ সময় দলটির সভাপতি ও নেতৃবৃন্দরা ঢাকা ১২ আসনের জনগণের কাছে ভোট এবং দোয়া আশা করেন এবং এই আসনে জনগনের নিকট দোয়া ও ভোট চান।
মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী জনপ্রিয় এই জননেতা মুহাম্মদ নাঈম হাসান ইতিপূর্বে ১৫ সালে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী ছিলেন এছাড়াও মাগুরা থেকেও সংসদীয় আসনে নির্বাচন করেন।