জেলা বিএনপির সমাবেশে আনোয়ার হোসেনের নেতৃত্বে কুতুবপুর ইউনিয়ন বিএনপির যোগদান
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে কুতুবপুর ইউনিয়ন বিএনপি যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দ্বীন ইসলাম দিলু, সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হিমেল, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলীম উদ্দিন খন্দকার, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক জামান মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য নিজাম উদ্দিন সরদার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী লিটন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ মাতবর, সাধারণ সম্পাদক জালাল সরকার, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন পায়েল, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল ভূইয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফারুক মাতবর, থানা বিএনপি নেতা রবিন খান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদল নেতা মোঃ পিয়াস খন্দকার, ৩ নং ওয়ার্ড যুবদল সভাপতি জসিম উদ্দিন, ২ নং ওয়ার্ড যুবদল সভাপতি বাদল মাহমুদ সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।