কিশোরগঞ্জে বিবিসি খ্যাত সাংবাদিক আতাউস সামাদের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে বিবিসি খ্যাত সাংবাদিক আতাউস সামাদের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত


মোহাম্মদ আবু সাঈদ ( কিশোরগঞ্জ ) ঃ

বিবিসি খ্যাত সাংবাদিক আতাউস সামাদের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে । মঙ্গলবার ( ২৬ অক্টোবর ) রাত ৮ ঘটিকায় কিশোরগঞ্জ কালিবাড়িস্থ মর্ডান ডেন্টাল কেয়ারে এই শোক দিবসটি পালন করা হয় ।
জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান রেজাউল হাবিব রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিউজ ক্যাসেল বিডি ডটকমের সম্পাদক মোঃ আজিজুর রহমান ।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফারুকুজ্জামান , দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রতিনিধি সারুয়ার জাহান , দৈনিক দেশের পত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক রাসেল , দৈনিক কালের নতুন সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ একদাদুল হক , দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু সাঈদ প্রমূখ ।
সভা শেষে সাংবাদিক আতাউস সামাদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।