লক্ষ্মীপুর টুমচরের যুবলীগ নেতার হামলায় দাঁত ভাঙ্গলো প্রতিবেশীর ।। আদালতে মামলা, গ্রেফতার -১ জন
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ সময় ধরে জমি নিয়ে বিরোধ চলছে। আদালতে উভয় পক্ষের মামলাও চলমান। আর এবার গত ১০ সেপ্টেমবর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা টুমচর ইউনিয়ন যুবলীগ সভাপতি নাছির মাঝি ও হারুনের সন্ত্রাসী হামলায় দাঁত ভাঙ্গলো প্রতিবেশী মোঃ ইউসুফ আলীর। অভিযোগ সুত্রে জানা যায়, জমি রেজিস্ট্র করার জন্য সিএনযি যোগে ভিকটিম ইউসুফ আলী লক্ষ্মীপুরে আসার পথে হামলার স্বীকার ইউসুফ আলীর পকেটে থাকা ৮৫ হাজার টাকা লুটে নেন অভিযুক্ত। আহত ইউসুফ আলী সদর হাসপাতালে ভর্তি। ভিকটিমের আত্মীয় সাহাবুদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে নাছির মাঝি ও তার সহদর হারুনকে আসামী করে। গ্রেফতার হলেন আসামী হারুন।