দেবিদ্বার ফতেহাবাদ ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মো: গোলাম মহিউদ্দিন মুন্সী, কুমিল্লা প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ও শোকসভা পালিত হয়।
শুক্রবার ( ১৮ আগস্ট) বিকাল ৩ঘটিকায় ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মো: মাসুদ চেয়ারম্যান এর সঞ্চালনায় মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান জননেতা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আনোয়ার হোসেন টিটু, দেবিদ্বার উপজেলা মৎস্যজিবি লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল,দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর হুমায়ন কবির ও চেয়ারম্যান সুলতানপুর ইউনিয়ন, উপজেলা। বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, রাজাহামেহার ইউনিয়ন চেয়ারম্যান মো. জসিমউদ্দীন সরকার, ভানী ইউনিয়ন চেয়ারম্যান হাজী জালাল ভূইয়া, যুবলীগ নেতা মামুনুর রশিদ, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইমু, মো আল আমিন,ফতেহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফাহিমুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান ভূইয়া, প্রমুখ। এ ছাড়া এ সময় ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই, তা বাঙ্গালি জাতির জন্য দুর্ভাগ্যের। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপথগামী দেশকে দাবিয়ে রাখার পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় তাঁরা রক্ষা পান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের স্বজনদের হারানোর শোককে শক্তিতে পরিনত করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।