বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইদের হাতে ভাই খুন ` আব্দুন নুর আজাদ
বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইদের হাতে ভাই খুন হয়েছে। এ ঘটনায় একই পরিবারের দুই পক্ষের ছয়জন গুরুতর আহত হয়। সোমবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান উরফে পালানু চৌধুরী। তিনি ওই এলাকার মরহুম হারেসুল ইসলাম চৌধুরীর ছেলে। নিহতের স্ত্রী আশরাফুন নেহার চৌধুরী বলেন, জমি বিরোধের জেরে দীর্ঘ দিন ধরে আমার স্বামীর সাথে তার ভাইদের বিরোধ চলছিল। এ নিয়ে আমার স্বামী স্থানীয়ভাবে সমাধান না পেয়ে থানায় মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাইয়েরা আরো কিছু সন্ত্রাসী নিয়ে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা করে। এতে আমার স্বামী কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী (৪০), আমি (আশরাফুন নেহার) (৩২) ও আমার মেয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা আনার কলি (২২), আমার ছেলে সারোয়ার হোসেন (১৫) গুরুতর আহত হয়েছে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদেরকে দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে আমার স্বামীর মৃত্যু হয়। তিনি আরো বলেন, আমি আমার স্বামীর হত্যাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি সহ আমার এক ছেলে ও এক মেয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছি। স্থানীয় ইউপি সদস্য লাভলী আক্তার জানান, যতটুকু জানি তাদের ভাইদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দু’মাস আগে থানায় মামলা হয়। সেটা এখনো ঠাকুরগাঁও আদালতে চলমান রয়েছে। মূলত ওই ঘটনার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কামরুজ্জামান নিহত হন। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, জমি বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে কামরুজ্জামান দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানেই তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। তিনি আরো বলেন, সংঘর্ষে জড়িত অপর দুই ভাই লুৎফর রহমান (২৮) ও আলমগীর হোসেন (৩২) বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় তাদেরকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।