ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা ঢাকায় কাজ শুরু করেছেন
আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিতে অনুসন্ধানী মিশন শুরু করা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা ঢাকায় কাজ শুরু করেছেন। বাংলাদেশের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও দলের সঙ্গে বৈঠক করলেও এর সবই করবেন নিজেদের মতো করে। আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে এসব বৈঠক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে সামনে আসবে না ইইউ প্রতিনিধিরা। সে কারণেই তাদের বৈঠক ও সূচি নিয়ে ঢাকার ইইউ আবাসিক প্রতিনিধির কার্যালয়ও রাখছে গোপনীয়তা।
সূত্র জানায়, ইতালীয় নাগরিক রিকার্ডো চিলিলিয়ারের নেতৃত্বাধীন ইইউ এর বিশেষ মিশনের ছয় কর্মকর্তা শনিবার দুই ভাগে ঢাকা এসেছেন। ইইউ এর এই ‘ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন’ বা ‘নির্বাচন বিষয়ক অনুসন্ধানী মিশন’ ঢাকায় অবস্থানকালে সরকারের বেশ কয়েকটি দফতরের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জাতীয় গোয়েন্দা সংস্থা। এ ছাড়াও এই মিশনের কর্মকর্তারা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন। তারা বিভিন্নভাবে কথা বলবেন বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সুশীল সমাজের নানা অংশের সঙ্গেও। বৈঠক হবে বাংলাদেশে কাজ করা বিভিন্ন বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও। তারা মূলত দুটি বিষয়ের ওপর জোর দেবেন। একটি হচ্ছে নির্বাচনের আগে এ দেশের রাজনৈতিক পরিবেশ এবং অপরটি হচ্ছে নির্বাচনী কাঠামো। তাদের প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন জমা দেওয়া হবে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের কাছে। এই প্রতিবেদন থেকেই নির্ধারণ হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে কি না।