নিয়ামতপুরে দূর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার, ১০ মে, ২০২৩
জাকির হোসেন, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মমতাজ হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক দূর্নীতি দমন কমিশন নওগাঁ জেলার কার্যালয়ের নওশাদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন প্রমূখ।
বিতর্ক প্রতিযোগিতায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে পি,এল,বি বহুমুখী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। পরে অথিতিরা জয়ী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।