যোগ করা ১৯ মিনিটে ৭ লাল কার্ড!

যোগ করা ১৯ মিনিটে ৭ লাল কার্ড!


আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। সুপার ক্লাসিকোর ম্যাচ হবে আর বিতর্ক হবে না এটা যেন মেনে নেওয়া যায় না। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠিকই ঘটল। ম্যাচের যোগ করা সময়ে একটি পেনাল্টি গোলের পর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ঐতিহ্যবাহী  দুই দলের খেলোয়াড়রা। এই হাতাহাতি চলল ১৫ মিনিট ধরে। যেখানে ৭ জনকে লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।

গতকাল রোববার ঘরের মাঠে বোকা জুনিয়র্সকে ১-০ গোলে হারায় রিভার প্লেট। ৯৩তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন স্ট্রাইকার মিগুয়েল বোর্হা। এরপর এল মনুমেন্তাল স্টেডিয়ামে ৮৩ হাজার দর্শকের সামনে বুনো উল্লাসে মাতেন রিভার প্লেটের ফুটবলাররা।

পরক্ষণেই রিভার প্লেটের ফুটবলারদের দিকে বোকার আর্জেন্টাইন গোলরক্ষক সের্হিও রোমেরো তেড়ে যান। একইসঙ্গে ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রাও। শুরু হয়ে যায় হাতাহাতি।

রেফারি পরে রিভার প্লেটের ও বোকার তিন জন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখান। বোকার কোচ হোর্হে আলমিরনও লাল কার্ড দেখেন। ফলে ১৯ মিনিট স্থায়ী হলো যোগ করা সময়!