ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা!

ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা!


ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনের নানা বিষয়ে সব সময়ই আলোচনায় থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডে নয়, বর্তমানে তিনি হলিউডেরও পরিচিত মুখ। বরাবরই নিজের বিষয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করেন নায়িকা। সম্প্রতি এক আলাপচারিতায় অভিনেত্রী তার গোপন কিছু ঘটে যাওয়া কথা প্রকাশ করলেন।

জানালেন, নিজের নাকে অস্ত্রোপচার করাতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিলেন। প্রিয়াঙ্কার নাকে পলিপের সমস্যা ছিল। সার্জারি করাতে গিয়ে নাকের মূল হাড়টিই উড়ে গিয়েছিল। এর পর নিজের মুখ দেখতে পারতেন না প্রিয়ঙ্কা, কেঁদে উঠতেন বার বার।

প্রিয়াঙ্কা জানান, মেক্সিকান খাবারে সাধারণত ঝাল মশলা বেশি থাকে। এ কথা সকলেই জানেন। আমেরিকায় গিয়ে মেক্সিকান খাবার খেয়ে একবার ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। জনবহুল কোনও স্থানেই সেই কাণ্ডটি ঘটিয়েছিলেন তিনি। তবে বিষয়টি কেউ টের পাননি, এ বিষয়ে নিশ্চিত ছিলেন অভিনেত্রী। নিজের মুখেই স্বীকার করেই নিলেন এই গোপন ঘটনা। তবে এটিও জানান যে, এসব ভুলে যেতে চান তিনি।