নিয়ামতপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মত বিনিময় সভা
শুক্রবার, ১২ মে, ২০২৩
জাকির হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নিয়ামতপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ মত বিনিময় সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম। এছাড়াও মত বিনিময় সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয় ও সমস্যা চিহ্নিত করে বক্তৃতা করেন নিয়ামতপুর শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আজাহার, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান, আফরোজা খাতুন, মাসকুরা খানম, নজরুল ইসলাম, মাহমুদা খাতুন, আনোয়ার হোসেন ও দেলোয়ারা।