২০ দিনে ১ কোটিতে ‘খেলা হবে’
সোমবার, ৮ মে, ২০২৩
ঈদে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘লোকাল’। এতে জুটি হয়েছেন চিত্রনায়ক আদর আজাদ ও শবনম বুবলী। সিনেমাটি মুক্তির আগে, গেল ১৭ এপ্রিল মুক্তি পায় এর গান ‘খেলা হবে’। মাত্র ২০ দিনে গানটি সোশ্যাল মিডিয়ায় গানটি উপভোগ করেছেন ১ কোটি দর্শক।
‘লোকাল’র পক্ষ থেকে জানানো হয়, ২০ দিন পর আজ সোমবার (৮ মে) পর্যন্ত ক্লিওপেট্রা ফিল্মসের ইউটিউব চ্যানেলে ২ মিলিয়ন ভিউ, টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ১.২ মিলিয়ন ভিউ ও বুবলীর ফেসবুক পেজে ২.১ মিলিয়ন ভিউসহ কপিরাইট ফ্রি থাকায় ১০০+ ফেসবুক পেজ/ আইডি ও ইউটিউব চ্যানেলে মোট ১০ মিলিয়নেরও বেশি তথা ১ কোটির বেশি দর্শক দেখেছেন গানটি। যা এবারের ঈদুল ফিতরে ঢাকা ও কলকাতায় মুক্তি পাওয়া বাংলা ভাষার যেকোনো গানের তুলনায় বেশি। প্রশংসায় ভাসছেন আদর আজাদ ও বুবলীর নাচ। টিকটকসহ নানা রকম বিনোদনমূলক সোশ্যাল মিডিয়াতেও গানটি ঝড় তুলেছে।
গানটির সাফল্য নিয়ে ‘লোকাল’র নায়ক আদর আজাদ ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘সত্যিই আমরা আমাদের প্রিয় এই দর্শকদের ভালোবাসা কোনদিন ভুলতে পারবো না।’