শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের ক্রীড়া প্রতিযোগিতর পুরস্কার বিতরণ ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে শ্রীমঙ্গল মতিগঞ্জস্থ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ কলেজ এর আয়োজনে কলেজ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার, কলেজের অধ্যাপক পিয়ালি ভৌমিক প্রমূখ। এছাড়াও এসময় কলেজের ম্যানেজিং কমিটি সদস্যসহ কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।