শ্রীনগরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত


মোফাজ্জল হোসেনঃ
শ্রীনগরে রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনটি  গত১৭ মে বুধবার শ্রীনগর  উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মনির হোসেন মিটুল এর মিথ্যা সংবাদ সম্মেলনে প্রতিবাদে অনুষ্ঠিত হয়।

১৮ মে বৃহস্পতিবার বিকেল ৫ টায় রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজওয়ান ঢালীর সভাপতিত্বে রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান কার্যালয়েএই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত  হয়।
এই সময় উপস্থিত ছিলেন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক খান বারী, সাধারণ সম্পাদক মোঃ হানিফ বেপারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সৈকত খান।
সাংবাদিক সম্মেলনে  সভাপতি রেজওয়ান হোসেন বলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ১৭ মে পৃর্ব নিধারিত সময় অনুযায়ী  কাউন্সিলদের সাথে বেলা ১২ টায় মত বিনিময় সভা উপস্থিত ছিলেন। কিছু ক্ষন পরে বর্তমান শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন উপস্থিত হন।তার কিছু ক্ষন পরে মনির হোসেন মিটুল আমাদের সাথে কোন যোগাযোগ না করে এই মতবিনিময় সভায় উপস্থিত হন।