রিকশাচালককে মেরে আইসিইউতে ভর্তি নারী আইনজীবী, ভিডিও ভাইরাল

রিকশাচালককে মেরে আইসিইউতে ভর্তি নারী আইনজীবী, ভিডিও ভাইরাল


যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রিকশাচালককে চড়-থাপ্পর মেরে নিজেই আইসিইউতে ভর্তি হয়েছেন আরতি রাণী ঘোষ নামে এক নারী আইনজীবী। ওই ঘটনার সময় এক পথচারীর ধারণ করা ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

গতকাল রোববার দুপুরে যশোর জেলা আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পথচারীরা ওই নারী আইনজীবীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

ভিডিওতে দেখা যায়, ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পর মারছেন। তখন এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করেন। ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

জানতে চাইলে আইনজীবী আরতি রানী ঘোষ দাবি করেন, তিনি কোর্ট শেষে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন।