সীতাকুণ্ডে তিন হাজার ২শত পিস ইয়াবাসহ আটক ১
বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
Baca Juga
আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন হাজার ২শত পিস ইয়াবাসহ সজিব মোল্লা (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২৪ মে) সকাল ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নস্থ বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন নড়াইল জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর এলাকার সজিব মোল্লা। বিষয়টি নিশ্চিত করে বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া এলাকায় একপথচারী মাদক বহন করছে, এমন তথ্যের ভিত্তিতে বারআউলিয়া হাইওয়ে থানার এসআই আলমগীর সঙ্গীয় ফোর্সসহ উক্ত ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তিন হাজার ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।